অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তামিম প্রসঙ্গে সাকিব

রবি
২৬ অগাস্ট ২০২৩

এশিয়া কাপের উদ্দেশ্যে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে দলের সাথে তামিম ইকবাল যাচ্ছেন কিনা এ নিয়ে প্রশ্ন ছিল ভক্তদের মনে। শনিবার দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসান।

 

সাকিব বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ অভিজ্ঞতার একটি মূল্য রয়েছে। অভিজ্ঞ ক্রিকেটাররা যেহেতু আগেও বিশ্বকাপ খেলেছেন, তারা কন্ডিশনের সাথে সহজেই মানিয়ে নিতে পারেন। তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন, যা অন্যদের তুলনা কাজটা অনেক সহজ করে দেয়। আর অভিজ্ঞ ক্রিকেটাররা ড্রেসিংরুমে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন নতুনদের সাথে। এটা নতুনদের অনেক কাজে আসে।’

 

এছাড়া তামিমের জায়গায় সুযোগ পাওয়া নবাগত তানজিদ তামিম প্রসঙ্গে অধিনায়ক সাকিব বলেন, ‘যেহেতু ও নতুন এসেছে, ওর জন্য শুভকামনা। আমি আশা করি, ও যেমন খেলেছে গত কয়েকদিনে এভাবেই যেন খেলে। ভালো-খারাপ যেটাই করুক, সময় দিতে হবে। ড্রেসিংরুম সে কতটা উপভোগ করছে, সেটাও একটা বিষয়।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর