ভারতের মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে বিক্ষোভ ঠেকাতে জড়ো
হয়েছে পুলিশ। কেন এ বিক্ষোভ? তবে কি কিং খানের উপর কোনো হুমকির আভাস?
মূলত বিক্ষোভ করেছে অনটাচ ইউথ ফাউন্ডেশন নামের এক সংগঠনের সদস্যরা। তারা
অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্ল্যাকার্ড হাতে জড়ো হন মন্নতের বাইরে।
ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার (২৬ আগস্ট) এ ঘটনা ঘটে। এ দিন মন্নতের সামনে অনেকজনকে প্রতিবাদ করতে
দেখা যায়। যা ঠেকাতে সারাদিনই তৎপর ছিলেন পুলিশ।
একটি বিবৃতি দিয়ে বিক্ষোভকারীরা বলেন, ‘খ্যাতনামী সব অভিনেতা-অভিনেত্রীরা
অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল
পথে চালিত করছে।’ এ কারণেই এই সংস্থা অভিনেতার বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে।
উল্লেখ্য, শাহরুখ বর্তমানে এ২৩ গেমিং অ্যাপের মডেল। বিভিন্ন জায়গায় এই গেমের
হয়ে প্রচার করতেও দেখা গেছে তাকে। সেই কারণেই এই বিক্ষোভ করছে ফাউন্ডেশনটি।
আর মাত্র দেড় সপ্তাহ পর মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’ ছবি। পাঠানের পর
শাহরুখ খানের এই ছবিকে ঘিরে প্রত্যাশা চরমে পৌঁছেছে ভক্তদের।