মন্তব্য
করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের প্রায় ১ কোটি ২০ লাখ নারী জন্মনিরোধক সামগ্রীর প্রাপ্যতা থেকে বঞ্চিত হয়েছে। জাতিসংঘের যৌনতা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সংস্থার (ইউএনএফপিএ) প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
সংস্থাটি আরও জানায়, এই সংকটের ফলে সবচেয়ে দরিদ্র ও দুর্বল নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোভিড নারী ও কিশোরীদের ব্যাপক সর্বনাশ করেছে। কিন্তু সবচেয়ে দরিদ্র ও দুর্বলরাই এর ফলে সবচেয়ে গুরুতর পরিণতি প্রত্যক্ষ করছে।
প্রতিবেদনে বলা হয়, ১ কোটি ২০ লাখের মতো নারী মহামারির কারণে পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহ করতে পারেনি। ৭০ দেশে পরিচালিত জরিপে দেখা যায়, এর মধ্যে ৪১ শতাংশ দেশে পরিবার পরিকল্পনা সেবা বিঘ্নিত হয়েছে, ৫৬ শতাংশ জানায় তারা সেবা দিতে পেরেছে।
এএফপি