এবার টলিউডে অভিষেকের অপেক্ষায় ইধিকা

রবি
২৭ অগাস্ট ২০২৩

বাংলাদেশের অসংখ্য দর্শককে কাঁদিয়ে তাদের ‘প্রিয়তমা’ বনে গেছেন কলকাতার ইধিকা পাল। প্রথম সিনেমাতেই ঢালিউডের সাথে জুটি বেঁধে ব্যবসায়ী সফল সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। তবে তার টলিউডে অভিষেক নিয়ে বেশ কৌতূহল দানা বেঁধেছে দর্শকদের মনে।

 

বাংলাদেশে ছবির বিপুল ব্যবসায়িক সাফল্যের পর দুই বাংলার সবার মনেই প্রশ্ন, টলিপাড়ায় কবে অভিনেত্রীকে বড় পর্দায় দেখা যাবে?

 

তবে বাংলাদেশের ছবিতে অভিনয় করে তার কাছে কাজের প্রস্তাব বেড়েছে বলে স্বীকার করে নিলেন অভিনেত্রী। তার কথায়, ‘‘এর মাঝেই বাংলাদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা কোনও ছবির জন্য নয়, অন্য একটা কাজে। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি।’’

 

বাংলাদেশে কাজ করলেও টলিউড যে তার কাছে গুরুত্বপূর্ণ তা মেনে এই অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘‘এখনও কিছুই ঠিক হয়নি। প্রস্তাব তো আসছেই। কথাবার্তা চলছে। কিন্তু টলিউডে প্রথম ছবির ক্ষেত্রে বুঝেশুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে চাই। ছবি করতে হবে বলেই রাজি হতে চাই না। ভালো চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছি।’’

 

তবে জানা গেছে, ইধিকা পাল ইতিমধ্যেই নায়ক সোহমের সঙ্গে একটি ছবি করেছেন। কিন্তু সেই ছবি কবে মুক্তি পাবে, সেই সময় এখনও চূড়ান্ত হয়নি।


মন্তব্য
জেলার খবর