ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চরভদ্রাসন প্রিমিয়ার লীগে আরামবাগ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার(২৬ আগষ্ট) বিকাল ৪ টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। স্থানীয় চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলায় মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে ১-০ গোলে পরাজিত করে আরামবাগ ক্রীড়া চক্র। খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খেলায় প্রায় ৫ হাজার দর্শকের সমাগম হয়। মাত্র ১ টি গোল হওয়ায় খেলাটি ছিল উত্তেজনায় ভরপুর। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মুসা। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন মেহেদি। সেরা গোলকিপার নির্বাচিত হন রোহান।
ফাইনাল খেলায় ও পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন- চরভদ্রসন সরকারি কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব মেল্যা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা, বিশিষ্ট রাজনীতিবীদ আনোয়ার আলী মোল্যা,বনিক সমিতির সাবেক সভাপতি শহীদুল ইসলাম মোল্যা,ভিপি মিজান, চরভদ্রাসন স্পোর্টিং ক্লাবের সভাপতি নাজমুল হেসেন, সাধারণ সম্পাদক নিয়াজ মাখদুম প্রমুখ।
বিডি/সি/এমকে