সাতক্ষীরায় জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক দীপক কুমার সাহাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) সাতক্ষীরার থেকে নতুন কর্মস্থল বান্দরবনে যোগদানের কথা বলা হয়েছে তাকে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এ জেলায় কর্মরত অবস্থায় দীপক কুমার সাহার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিময় ও দূনীতির অভিযোগ ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে , কিছুদিন আগে জেলা পরিবার পরিকল্পনা অফিসে নিয়োগ ও ডেপুটেশন বাণিজ্য, স্টার্ফ ও নার্সদের হয়রানীসহ অনিয়ম-দুর্নীতি চরম আকার ধারণ করে। এসব বাণিজ্যের হিস্যা ভাগাভাগি নিয়ে বিরোধ বাঁধে স্থানীয় এক জনপ্রতিনিধির সঙ্গে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে প্রকাশ্যে তুলে ধরেন এক সাংবাদিক। এসব কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে সাতক্ষীরা পরিবার পরিকল্পনা বিভাগে অফিস সুত্রে জানা গেছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে