মন্তব্য
সাতক্ষীরায় গত ২৪ঘন্টায় নতুন ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ৩২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৪ ডেঙ্গু রোগী। রোববার (২৭ আগস্ট) সাতক্ষীরা স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানা গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার জানান, বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, সাতক্ষীরা সদর হাসপাতালে ৭ জন, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, দেবহাটায় ২ জন, শ্যামনগরে ২ জন এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতাল মোট ভর্তির হওয়া রোগীদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫২ জন।
বিডি/কিশোর কুমার/সি/এমকে