বেকার যুবকদের প্রশিক্ষণের লক্ষ্যে ৩৩শ’ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

রবি
২৭ অগাস্ট ২০২৩

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশকে ৩৩শ’ কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ব ব্যাংকৈর দেওয়া এ অর্থে প্রায় ৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার। ইকনোমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে।

 

এ লক্ষ্যে রোববার  রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এ চুক্তি সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৈলায়ে সেক। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

প্রকল্পটি গ্রামীণ যুবকদের দক্ষতা প্রশিক্ষণ, বিকল্প শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা সহায়তা দেবে। এ ছাড়া দক্ষতা বিকাশের সুযোগ দেওয়ার জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে এবং ভবিষ্যৎ অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ কোর্স চালু করবে। এতে গ্রামীণ যুবক-যুবতী, বিশেষ করে নারীদের জন্য সুবিধাজনক অবস্থান থাকবে।

 

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, ‘একটি সুসজ্জিত প্রতিযোগিতামূলক কর্মীবাহিনী তৈরি করা, যেখানে কোনো তরুণকে বাদ দেওয়া হয় না- এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার। প্রকল্পটি দক্ষতা উন্নয়ন, শিক্ষার ধারাবাহিকতা ও কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক কর্মীবাহিনী গড়ে তুলতে সাহায্য করবে।

 

তিনি জানান, বাংলাদেশে প্রায় ২৭ শতাংশ যুবক-যুবতী। এদের মধ্যে প্রায় ৯০ শতাংশ নারী এবং বেশিরভাগই গ্রামীণ এলাকায় বসবাস করে। তাদের কর্মসংস্থান বাড়ানোর জন্য প্রকল্পটির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।

 

শরিফা খান বলেন, ‘সরকার যুবক, নারী ও সুবিধাবঞ্চিতদের অর্থনৈতিকভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে এ প্রকল্পটিতে অগ্রাধিকার দিয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর