অজ্ঞানপার্টির খপ্পড়ে সাড়ে ৯ হাজার টাকা খুইয়েছেন ভ্যানচালক

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৩

সাতক্ষীরায় অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে ইসমাইল সরদার (২৬) নামে এক  ভ্যানচালক তার সাড়ে ৯হাজার টাকা খুইয়েছেন। 

রোববার (২৭ আগস্ট) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বাইপাস এলাকায়  ঘটনাটি ঘটে।

ইসমাইল সরদার সুরুলিয়া ইউনিয়নের যুগিপুকুর গ্রামের শহিদুল সরদারের ছেলে। ঘটনার পর তাকে পাটকেলঘাটা বাজারের একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর বরাত দিয়ে ক্লিনিক  কর্তৃপক্ষ জানায়, সকালে বাড়ি থেকে ভ্যান চালিয়ে  সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন ইসমাইল। পথে বিনেরপোতায় এক হোটেলে সকালের নাস্তা খেয়ে আবার রওনা দেন তিনি। সময় অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি বাইপাস সড়কে যাওয়ার কথা বলে ওঠেন তার ভ্যানে। সেখান থেকে বড় ব্রীজের কাছে গেলে তারা মুখে রুমাল দিয়ে ফু দিতে থাকেন। এতে নিজের চোখ-মুখে জ্বালা-পোড়াসহ অচেতন হয়ে পড়েন ইসমাইল। পরবর্তীতে ভ্যানচালকের এক প্রতিবেশী তাকে উদ্ধার তাদের ক্লিনিকে ভর্তি করে। এরপর টাকা খোয়ানোর বিষয়টি টের পান ভুক্তভোগী।  পরে ঘটনাটি মুঠোফোনে পুলিশকে জানানো হয়।

পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ (ওসি)মাহমুদ হোসেন জানান, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে  খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর