সিলেটে ড্রেনের ভেতরে লুকিয়ে থাকা ব্যক্তিকে উদ্ধার

সিলেট প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৩

সিলেটে সিটি কর্পোরেশনের ড্রেনের ভেতরে লুকিয়ে থাকা অজ্ঞাত (৩৫) এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (২৭ আগস্ট) দুপুরে নগরীর লামাবাজারের শরষপুর এলাকায় ড্রেনের স্ল্যাব ভেঙে তাকে উদ্ধার করা হয়।  ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।

স্থানীয়রা জানান,  উদ্ধারের আগে শরষপুর এলাকার ওই ড্রেনের ভেতর এক ব্যক্তির অবস্থান টের পান তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ঘণ্টাখানেক চেষ্টার পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

তালতলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম বলেন, উদ্ধারের পর ওই ব্যক্তি অস্বাভাবিক আচরণ করায় তাকে চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিডি/সাকিব আল মামুন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর