পাটকেলঘাটায় গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলায় ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৩

সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধু ধর্ষণ চেষ্টার  মামলায় এজাহারভূক্ত আসামি আরিফুল  ইসলামকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) রাত তিনটার দিকে পাটকেলঘটা বাজারের পাশের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফুল ইসলাম সরুলিয়া ইউনিয়নের পার-কুমিরা গ্রামের আবুল কালামের ছেলে, পেশায় ভাড়ায়চারিত  মোটরসাইকেল চালক। গত শনিবার রাতে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নিজেই।

জানা গেছে, শনিবার ভোর রাতে ওই গৃহবধূ তার শ্বশুর বাড়িতে নিজের শোবার ঘরে ঘটনার শিকার হন। ঘটনার পরে ভুক্তভোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায় ভুক্তভোগীর শাশুড়ি।

পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ  (ওসি) মাহমুদ হোসেন জানান, আসামী আরিফুলকে রোববার সকালে আদালতে  পাঠানো হয়েছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য