বালুর স্তুপ থেকে টেনে-হেচঁড়ে লাশ বের করলো শিয়াল

নীলফামারী প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৩

নীলফামারীর কিশোরগঞ্জে ধাইজান নদীর পাড়ে বালুর স্তুপ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ শিয়াল টেনে-হেঁচড়ে বের করেছে শিয়াল। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) দুপুর টার দিকে চাদখানাঁ ইউনিয়নের সরঞ্জাবাড়ি গ্রামে ঘটনা ঘটে। আনুমানিক ৩৫ বয়সী ওই ব্যক্তির লাশ দিগম্বর অবস্থায় পড়ে ছিল।

জানা যায়, লাশটি টেনে হেচঁড়ে বের করায় চারিদিকে উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে।  স্থানীয় এক ব্যক্তি ওই নদীর পাড়ে গরুর ঘাস কাটতে গিয়ে সেই গন্ধ পায়। একপর্যায়ে লাশটি দেখতে পাওয়া যায়। এরপর থানায় সংবাদ দেওয়া হয়। 

এদিকে ওই ব্যক্তি মাছুয়াপাড়া বাশোপাড়া গ্রামের একরামুল হকের ছেলে মোর্শেদুল হক (৩৫) হতে পারে বলে অনুমান করছে অনেকেই।

বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন জানান, প্রায় সপ্তাহ খানেক আগে মোর্শেদুল নিখোঁজ হয়। ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। লাশটি বিকৃত হওয়ায় পরিবারের লোকজন সনাক্ত করতে পারেনি।

কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শরীফ জানান, এখনো তাকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে শীঘ্রই ক্লু বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর