গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধকরণ

১২ মার্চ ২০২১

মেক্সিকোর সংসদের নিম্ন কক্ষ একটি বিলের অনুমোদন দিয়েছে যার মাধ্যমে গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধতা পেতে পারে। বিলটি এরপর চূড়ান্ত ভোটের জন্য সিনেটে যাবে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের দলের বিশ্বাস, বিলটি সিনেটেও পাস হবে।

বিলটি পাস হলে মেক্সিকো হবে বিশ্বে গাঁজার সবচেয়ে বড় বৈধ বাজার। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়াইয়ের রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে মেক্সিকোর। প্রতিবছর দেশটিতে হাজারেরও বেশি মানুষ মাদক সংক্রান্ত সহিংসতায় মারা যায়।

বৈধতা পেলে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ ২৮ গ্রাম পর্যন্ত গাঁজা পরিবহনের অনুমতি দেয়া হবে। এছাড়া বাড়িতে সর্বোচ্চ আটটি পর্যন্ত গাঁজার গাছ রোপন করা যাবে। বর্তমানে মেক্সিকোতে ৫ গ্রামের বেশি গাঁজা পরিবহন নিষিদ্ধ। বিলটি পাস হলে গাঁজা চাষ, রূপান্তর, গবেষণা, আমদানি ও রফতানির জন্যও লাইসেন্সের মাধ্যমে অনুমোদনের ব্যবস্থা করা হবে।

 বিবিসি


মন্তব্য
জেলার খবর