নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় ইদ্রিস আলী (৬৫) নামের এক বৃদ্ধকে দুই পা কেটে হত্যা করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় কালডোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ওই বৃদ্ধার আপন চাচাসহ চাচাতো ভাইয়েরা তাকে হত্যা করেছে। ইদ্রিস আলী আলী ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, স্থানীয় সুনীল মার্কেট মসজিদে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ইদ্রিস আলী। বাড়ি পাওয়ার ১শ’ গজ আগে তার আপন চাচা আক্কাস আলী ও তার ছেলেরা হামলা চালায় তার উপর। হামলকারীরা ইদ্রিস আলীর দুই পা কেটে হাটু থেকে বিচ্ছিন্ন করে দেয়। স্থানীয় লোকজন তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, আক্কাস আলী ও তার ছেলেদের সঙ্গেই ইদ্রিস আলীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে।
এদিকে এ ঘটনায় এখনো কাউকে আটকের খবর পাওয়া যায়নি। তবে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
বিডি/সি/এমকে