কেরানীগঞ্জে চিৎকার দেওয়ায় গৃহকর্ত্রীকে হত্যা করলো ডাকাতরা

কেরানীগঞ্জ সংবাদদাতা
২৭ অগাস্ট ২০২৩

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার দক্ষিণ ধর্মশুর গ্রামে হারুন-অর-রশিদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের দেখে চিৎকার দেওয়ায় তার স্ত্রী রহিমা বেগমকে (৬২) হত্যা করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। টাকাসহ কী পরিমাণ মালামাল লুট করা হয়েছে, সেটা তাৎক্ষণিক জানাতে পারেনি কেউ।

পুলিশ জানায়, ৫/৭ জনের একদল ডাকাত গভীর রাতে ওই বাড়িতে হানা দেয়। এ সময় রহিমা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। তিনি ডাকাত দলকে দেখে চিৎকার দেন। ডাকাতরা তখন তার হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। ফলে রহিমা বেগম ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে হারুন-অর-রশিদ ও রহিমা বেগম দম্পতির ছেলে আলমগীরের ঘরের মালামাল লুট করে ডাকাতদল। ঘটনার সময় আলমগীর বাড়িতে ছিল না।

সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ রহিমা বেগমের লাশ ময়না তদন্তের ব্যবস্থা করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর