গ‌তি ক‌মে‌ছে রে‌মিট্যা‌‌ন্সের

নিজস্ব প্রতিবেদক
২৮ অগাস্ট ২০২৩

রেমিট্যান্স বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তারপরও আশানুরূপ রেমিট্যান্স তো আসছেই না, বরং কমছে অনেকটা ধারাবাহিকভাবে। চলমান আগস্টের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছে মাত্র ১৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। ব্যাংকিং চ্যানেলে আসা এ ডলার বাংলাদেশি মূদ্রায় বিনিময় করলে অঙ্ক দাঁড়ায় ১৪ হাজার ৫২০ কোটি টাকা।

রোববার (২৭ আগষ্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে রেমিট্যান্সের এ পরিমাণ জানা গেছে। ২৫ দিনে আসার এ ধারা পরিবর্তন না হলে আগস্ট শেষে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াতে পারে মাত্র ১৬৪ কোটি ডলার।

১৬৪ কোটি ডলার ধরলে আগস্টের শেষে জুলাই মাসের তুলনায় ৩৩ কোটি ডলার এবং গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ কোটি ডলার কম আসবে  রেমিট্যান্স। রেমিট্যান্স কমলে চাপ পড়বে রিজার্ভের ওপর।

গত জুলাই মাসে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার এবং গত বছরের আগস্টে ২০৩ কোটি ডলার এসেছিল রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলমান আগস্টের প্রথম ২৫ দিনে গড়ে দৈনিক কোটি ২৯ লাখ ডলার (৫৮০ কোটি টাকা) রেমিট্যান্স এসেছে। মোট আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে কোটি ৫০ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৪ কোটি ৪০ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রয়েছে। রেমিট্যান্স আগস্টের প্রথম ১৮ দিনে গড়ে দশমিক ৮০ কোটি ডলার আসলেও গত সপ্তাহে এসেছে ৫ দশমিক ২৯ কোটি ডলার।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর