টিভিতে আজকের খেলা

নিজস্ব প্রতিবেদক
২৮ অগাস্ট ২০২৩

null

কর্মব্যস্ততার মাঝেও ক্রিড়াপ্রিয় মানুষ খেলার খোঁজ-খবর রাখতে পছন্দ করেন। অফিসের কাজের ফাঁকেও টিভিতে চোখ বুলিয়ে নেন। আজ টেলিভিশনে গুরুত্বপূর্ণ কিছু খেলা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক।


ফুটবল

লা লিগা

গেতাফে–আলাভেস                                                 

রাত ১১টা ৩০ মিনিট, স্পোর্টস ১৮–১


 

ভায়েকানো–অ্যাতলেটিকো মাদ্রিদ                

রাত ১টা ৩০ মিনিট, স্পোর্টস ১৮–১ 


কালিয়ারি–ইন্টার মিলান                             

রাত ১২টা ৪৫ মিনিট, স্পোর্টস ১৮–১ এইচডি


সৌদি প্রো লিগ  

আল ওয়েহদা–আল ইত্তিহাদ  

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ১

 


টেনিস

ইউএস ওপেন 

১ম রাউন্ড 

রাত ৯টা, সনি স্পোর্টস টেন ২ ও ৫


মন্তব্য
জেলার খবর