সাতক্ষীরায় ৬৯ বোতল ফেনসিডিলসহ আটক-১

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৩

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা চন্দনপুর থেকে ৬৯ বোতল ফেন্সিডিলসহ কবিরুল ইসলাম (৩৪) নামের একজনকে আটক করেছে র‌্যাব।

রোববার  (২৭ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। কবিরুল ইসলাম একই এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা র‌্যাব- কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার নাজমুল হক জানায়, মাদক বিক্রি হচ্ছে- এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা চন্দনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় কবিরুল ইসলামকে ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর