এ বছর দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার
সাথে সাথে দাম বেড়েছে ডাবের। আকার ভেদে এক একটি ডাব কিনতে হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়।
যেখানে কিছুদিন আগেও এর দাম ছিল ৫০ থেকে ৮০ টাকা। ডাবের মূল্যের এ উর্ধগতি ঠেকাতে ব্যবসায়ীদের
কেনা-বেচার পাকা ভাউচার রাখার নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকালে রাজধানীর কারওয়ানবাজারের টিসিবি ভবনে ডাবের পাইকারি বিক্রেতাদের
সাথে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
তিনি বলেন, ডাবের দাম নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ডাবের যে ক্রয়-বিক্রয় হয়;
তা ভাউচার আকারে করতে হবে। কত টাকা ক্রয় ও বিক্রয় হয়েছে ব্যবসায়ীদের নিজেদের ব্যবসা
প্রতিষ্ঠানের প্যাডে তা লিপিবদ্ধ রাখতে হবে।
বাংলাদেশে ব্যবসা করতে হলে এই কথাগুলো জানতে হবে। ভোক্তা অধিকার আইন অনুযায়ী
এটা বাধ্যতামূলক। উল্লেখ করেন তিনি।
আরআই