সিলেটের সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেট প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৩

সাদাপাথর পর্যটন কেন্দ্র। ফাইল ছবি

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে জয় আহমদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে দুর্ঘটনা ঘটে। জয় আহমদ রাজধানীর মগবাজারের বাসিন্দা।

 

জানা গেছে, দুর্ঘটনার আগে জয়সহ আরও কয়েকজন সেখানে গোসল করতে নেমেছিলেন। সময় প্রচণ্ড স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।

 

 প্রায় ২০ মিনিট পানিতে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন  জয় আহমদের সহপাঠীসহ স্থানীয়রা

 

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাকেরা খাতুন লিপি জানান, ওই পর্যটককে মৃত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

বিডি/সাকিব আল মামুন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর