চলতি বছর কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলে পাটের বাম্পার ফলন হয়েছে। পাটের পাশাপাশি পাটখড়িরও নায্য দাম পাচ্ছেন চাষীরা। ফলে খরায় পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় ভোগা তাদের মুখে হাসি ফুটেছে।
উপজেলার হাতিয়া ইউনিয়নের রামরামপুর গ্রামের কৃষক সোলায়মান আলী বলেন, ‘আমি দুই বিঘা জমিতে প্রায় ২০ মণ পাট পেয়েছি। প্রতি মণ আড়াই হাজার টাকা ও পাটখড়ি প্রতি বোঝা ৯০ টাকা দরে বিক্রি করেছি।’
অনন্তপুর বাজারের পাটখড়ি ব্যবসায়ী বাদশা মিয়া বলেন, চরাঞ্চলের পাটচাষীদের কাছ থেকে পাইকারি দরে পাটখড়ি কিনে বাজারে বিক্রি করি। প্রতি বোঝা পাটখড়ি ১০০-১২০ টাকা বিক্রি করা হয়।
জানা গেছে, এক সময় জ্বালানীর পাশাপাশি গ্রামাঞ্চলে ঘরের বেড়া, চালা নির্মাণে পাটখড়ি ব্যবহার হত। কিন্তু এখন টিন-ইটের ব্যবহার বাড়ায় এ ক্ষেত্রে পাটখড়ির চাহিদা কমেছে। কিন্তু এখনো মাটির চুলায় রান্নায় জ্বালানির সহায়ক খড়ি হিসেবে পাটখড়ির চাহিদা আছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোশাররফ হোসেন বলেন, উপজেলায় এবার পাটের ফলন ভালো হয়েছে, দামও ভালো। ২ হাজার ৬৭০ হেক্টর জমিতে পাটচাষ হয় এবার, লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৮৪০ হেক্টর জমি। পাটচাষে প্রণোদনা হিসেবে ১ হাজার ৫৫০ জন চাষির প্রত্যেককে বিঘাপ্রতি ২ কেজি হারে বীজ দেওয়া হয়েছে।
বিডি/সি/এমকে