নিজের ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৩

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায়  জেসমিন সুলতানা (১৯)  নামের এক কলেজছাত্রী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৮ আগস্ট) সকালে ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে তার নিজের শোবার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জাহাঙ্গীর আলমের মেয়ে।

জেসমিন সুলতানার পরিবারের লোকজনের দাবি, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জাহাঙ্গীর আলম জানান, জেসমিন সুলতানা নলতা কলেজের ছাত্রী ছিল। তার একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলমান ছিল। রোববার আইসিটি পরীক্ষা দিয়ে আসার পর কিছুটা মন খারাপ দেখতে পান তিনি।

তিনি জানান, রাতে খেয়ে ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে পড়ে জেসমিন। ফজরের  আযানের সময় তাকে ডাকা হয়। কিন্তু সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলে তার ঝুলন্ত মরাদেহ দেখতে পাওয়া যায়।

কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায়  একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর