গুরুদাসপুরে কীটনাশক গিললো ১৭ মাস বয়সী যমজ শিশু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৩

নাটোরের গুরুদাসপুরে নাফিজ নাঈম নামে ১৭ মাস বয়সী যমজ শিশু খেলার সময় কীটনাশক পান করায় অসুস্থ্য হয়ে পড়েছে। সোমবার ( ২৮ আগস্ট) বিলকাঠোর গ্রামে এ ঘটনা ঘটে।

 

এদিকে একই দিনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের মজনু শেখের ৩ বছর বয়সী ছেলে ফারহানও কীটনাশক পান করায় অসুস্থ্য হয়ে পড়েছে । তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

নাফিজ নাঈম বিলকাঠোর গ্রামের শাকিল হাসানের সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, ফসলের জমিতে ব্যবহারের জন্য বাড়ির পাশে বোতলে কীটনাশক রাখা ছিল। নাফিজ নাঈম সেই কীটনাশক মুখে নিয়ে গিলে ফেলে।

ওদিকে বাড়ির পাশের লিচু বাগানে স্প্রে করার সময় ফারহান কীটনাশক মুখে নিয়ে খেয়ে ফেলে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আতিকুল ইসলাম জানান, ওই তিন শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। সময় মতো হাসপাতালে নিয়ে আসায় এখন তারা শঙ্কামুক্ত।

 

বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর