২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ সংক্রান্ত মামলায়
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী বছরের মার্চে শুরু হবে। ট্রাম্পের
আইনজীবী এ বিচার কাজ ২০২৬ সালে শুরুর আবেদন করলে আদালত তা প্রত্যাখ্যান করে এ রায় দেন।
খবর নিউইয়র্ক টাইমসের।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ তানয়া চুটকান নির্বাচনে
হস্তক্ষেপ মামলার বিচার শুরু হওয়ার সময় জানিয়েছেন। রায়ে বলা হয়, ২০২০ সালের প্রেসিডেন্ট
নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী ৪ মার্চ শুরু
হবে।
এদিন আদালতে বিচার কাজ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত স্থগিত রাখতে আবেদন করেন
ট্রাম্পের আইনজীবী। ২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী হওয়ার
লড়াইয়ে ব্যস্ত থাকবেন উল্লেখ করে এ আবেদন করা হয়। তবে তা প্রত্যাখ্যান করেছেন বিচারক।
ট্রাম্পের বিরুদ্ধে চারটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের
সরকারকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেয়ার ষড়যন্ত্র। যদিও
নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।