বক্স অফিসে কিন্তু তার ছবি ধামাকা করছে সানি দেওয়লের ছবি ‘গাদ্দার ২’। লাভের
অঙ্ক রোজ বেড়েই চলেছে। মাত্র ১৭ দিনেই এই
ছবি ব্যবসা করেছে ৪৫০ কোটি টাকা। এর আগে কম সময়ে ৪৫০ কোটি গণ্ডি পার করেছিল শাহরুখ
খানের ‘পাঠান’ ও রাজমৌলি পরিচালিত ‘বাহুবলী’। কিন্তু সুপার হিট এই দুই সিনেমাকেও পিছনে
ফেলে দিয়েছে সানির ‘গাদ্দার ২’।
অনিল শর্মা পরিচালিত ‘গাদ্দার ২’ ক্রমশ এগিয়ে চলেছে ৫০০ কোটির দিকে। শনিবারই
ভারতের তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা ‘কেজিএফ ২’-কে পিছনে ফেলে তার স্থান দখল
করেছে ‘গাদ্দার ২’। রোববারে সব থেকে দ্রুত ৪৫০ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। এর আগে
‘পাঠান’ ১৮ দিনে এই অঙ্ক ছুঁয়েছিল। আর ‘বাহুবলী’র লেগেছিল ২০ দিন। এ দিক থেকে সানির
ছবি খানিকটা এগিয়ে রয়েছে। এ বার ছবির র্নিমাতারা ৫০০ কোটির অপেক্ষায়। পরিচালক অনিল
শর্মা নিশ্চিত ‘পাঠান’-এর নজির ভাঙবে তার ‘গাদ্দার ২’।
তবে ‘গাদ্দার ২’-এর সাফল্যের মাঝেই খবর মিলেছিল, মুম্বাইয়ের জুহুতে অবস্থিত
‘সানি ভিলা’ নাকি নিলামে তুলতে চলেছে ব্যাংক। ব্যাংকের পক্ষ থেকে জারি করা নোটিশে জানানো
হয়েছিল, ব্যাংক থেকে নেওয়া ৫৫ কোটির টাকার ঋণ শোধ করতে পারেননি বলিউড অভিনেতা। ঋণের
সেই টাকা ফেরত পেতে ৫৬ কোটি টাকায় ‘সানি ভিলা’ নিলামে তোলার নোটিশ জারি করে সংশ্লিষ্ট
ব্যাংক। যদিও ওই নোটিশ জারি করার ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারও করে ব্যাংক।