ভাইভাতে মনে রাখুন ৭ বিষয়

নিজস্ব প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৩

ইন্টারভিউ বা সাক্ষাৎকার ভালো হয়ে চাকরি প্রাপ্তির সম্ভবনা বেড়ে যায় অনেকটাই। প্রাতিষ্ঠানিক শিক্ষাসনদের পাশাপাশি আপনার ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি, যোগ্যতা উপস্থাপনার গুণ কতটা সেটি যাচাই করতেই সাক্ষাৎকার নেওয়া হয়। অনেকের সাক্ষাৎকার ভালো না হওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হাতছাড়া হয়ে যায়। তাই সাক্ষাৎকার ভাও দিতে হলে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নিয়ে নেওয়া আবশ্যক।

 

১। যে প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগে ভালো করে পড়াশোনা করে যান। প্রতিষ্ঠানের কাঠামো, উদ্দেশ্য কার্যক্রমের বিস্তারিত বিষয় নিয়ে ধারণা নিয়ে যান।

 

২। আপনি নতুন চ্যালেঞ্জ নতুন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম আগ্রহী সেটা কথাবার্তায় প্রকাশ করুন

 

৩। যে পদে যোগ দিতে চাইছেন সে পদের ভূমিকা টিম সম্পর্কে প্রশ্ন করা করতে পারেন।

 

৪। আপনার আচরণ ভঙ্গিমায় যেন আত্নবিশ্বাস ফুটে ওঠে। হ্যান্ডশেক করা, স্পষ্টভাবে কথা বলা সোজা হয়ে বসা আপনার সম্পর্কে ইতিবাচক ধারণা দেবে নিয়োগকর্তাকে।

 

৫। কাজ পদ সম্পর্কিত নিজের দক্ষতা অভিজ্ঞতা সম্পর্কে সংক্ষেপে বলবেন। এই প্রসঙ্গ খুব বেশি দীর্ঘ করবেন না।

 

৬। পোশাক যেন পরিপাটি হয়। ফরমাল পোশাক পরে যাবেন সাক্ষাৎকারে যাওয়া ভালো। সঙ্গে রাখবেন প্রয়োজনীয় কাগজপত্র কলম।

 

৭। নিয়োগকর্তার চোখের দিকে তাকিয়ে হাসিমুখে বিনয়ের সাথে কথা বলুন।


মন্তব্য
জেলার খবর