কম সুদে ঋণ নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৩

যেখান থেকে কম সুদে ঋণ পাওয়া যাবে, সেখান থেকেই ঋণ নেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বৃতি দিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম মান্নান।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের   ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী। একনেক সভায় ঋণ বিষয়ে সরকারের অবস্থানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানী ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়, সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সভায় প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি কমানো প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন বল জানান পরিকল্পনামন্ত্রী

 

সভায় ২০টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এজন্য ১৪ হাজার ৭৭ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর