মন্তব্য
যেখান থেকে কম সুদে ঋণ পাওয়া যাবে, সেখান থেকেই ঋণ নেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বৃতি দিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী। একনেক সভায় ঋণ বিষয়ে সরকারের এ অবস্থানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানী ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়, সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি কমানো ও প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন বল জানান পরিকল্পনামন্ত্রী ।
সভায় ২০টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এজন্য ১৪ হাজার ৭৭ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে।
বিডি/ই/এমকে