কুড়িগ্রামের উলিপুরে চোরাই মোটরসাইকেলসহ রাকিবুল ইসলাম (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) রাতে জেলার রাজারহাট উপজেলার সেলিম নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাকিবুল ইসলাম রাজারহাটের চকড়াটারী এলাকার আখতার আলীর পুত্র। সে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাতে উলিপুর উপজেলা চত্বরের একটি বাসার নিচতলায় গাড়ির গ্যারেজ থেকে শাহিন আলম নামে এক ব্যক্তির পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। বিষয়টি জানার পর চোর শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারে তৎপর হয় পুলিশ।
এদিকে গ্রেফতার রাকিবুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে সম্প্রতি চুরি হওয়া আরও ১টি ডিসকভার ১৫০ সিসি মোটরসাইকেল রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতার রাকিবুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি/রোকন মিয়া/সি/এমকে