মন্তব্য
সাতক্ষীরায় ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় ঘোষ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ আগস্ট) রাতে সদর উপজেলার পাথরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
হৃদয় ঘোষ জেলার তালা উপজেলার বড়গাছা গ্রামের রাম প্রসাদ ঘোষের ছেলে।
থানা পুলিশ জানায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে পাথরঘাটা এলাকায় অভিযান চালায়। এ সময় হৃদয় ঘোষকে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামি হৃদয় ঘোষকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে