প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্রিকসের সদস্যপদ পেতে কাউকে বলা হয়নি।
বাংলাদেশ চাইলে পাবে না, সে অবস্থা আর নাই। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন
নিয়ে মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি। ব্রিকসের
সদস্যপদ পেতে কাউকে বলিনি। তারা আমাদের আগে থেকেই জানিয়েছেন, তারা ধাপে ধাপে নেবে।
সদস্য সংখ্যা পরে বাড়াবেন। আমরা জোর দিয়েছি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিষয়ে।
তিনি আরো বলেন, আমরা এখন বিশ্বে বাংলাদেশকে মর্যাদার অবস্থানে নিয়ে গেছি।
তারাও জানে, বাংলাদেশ এখন ভিক্ষা চাওয়ার মতো দেশ না।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস সম্মেলনে
যোগ দিতে গত ২২ আগস্ট জোহানেসবার্গের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ব্রিকস শীর্ষ
সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরে বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের
সাথে সাইডলাইন বৈঠক করেন শেখ হাসিনা।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরআই