ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকায় চা পান করার সময় আসাদুজ্জামান (৩২) নামে একজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে সোমবার (২৮ আগস্ট) রাতে শহরের দুলালের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইসমাইল, রাশেদ, দিলু, খায়রুল, লিংকনসহ অজ্ঞাত আরো ৭/৮ জন এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয়রা।
আসাদুজ্জামান একই উপজেলার তারাটি পূর্বপাড়া গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে আসাদুজ্জামান ওই দোকানে চা পান করছিলেন। এ সময় অভিযুক্তরা লোহার রড, চাইনিজ কুড়াল, রামদা, রিকশার চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
হামলাকারীদের আঘাতে আসাদুজ্জামানের মাথা, কপাল, বুক ও দুই উরুর মাঝখানে গুরুতর জখম হয়।
এদিকে খবর পেয়ে আসাদুজ্জামানের বাবাসহ তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান চিকিৎসাধীন আসাদুজ্জামান রাত সাড়ে বারোটার দিকে মারা যায়।
ওদিকে আসাদুজ্জামানের বাবাসহ তার স্বজনদের আসতে দেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আসাদুজ্জামানের মৃত্যুর পর পুলিশ সূরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়না তদন্তের ব্যবস্থা করে। এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি। তবে থানা পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।
বিডি/সি/এমকে