পানির পাম্পের সুইচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৯ অগাস্ট ২০২৩


কুড়িগ্রামের উলিপুরে  পানির পাম্পের সুইচ দেওয়ার  সময় বিদ্যুতায়িত হয়ে আফরোজা বেগম (৪২) নামের এক গৃহবধূ মারা গেছে। 

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

আফরোজা বেগম ওই এলাকার শাহআলম মিয়ার স্ত্রী, এক ছেলে ও তিন কন্যার জননী। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব) ডা. জেরিন ফাহমিদা।

পুলিশ ও আফরোজা বেগমের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শাহআলম মিয়া গোয়াল ঘর পরিষ্কার করতে যান। এ সময় তিনি স্ত্রীকে পানির পাম্পের সুইচ দিতে বলেন। তার কথা মতো রান্না ঘরে থাকা সুইচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন।

সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায়  স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে ।


বিডি/রোকন মিয়া/সি/এমকে 


মন্তব্য
জেলার খবর