দেশে সব ধরণের পণ্যের দামই আগের তুলনায় বেশি। মূল্যস্ফীতির গ্যাড়াকলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। আয় তেমনটা না বাড়লেও বর্ধিত দামে পণ্য কিনে সংসার খরচা যোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে যে কোনো মূল্যে মূল্যস্ফীতি কমাতে চায় সরকার। এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় অর্থনৈতিক কমিটির বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে প্রধানমন্ত্রী ও এননেক চেয়ারম্যান শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নির্দেশ দেওয়ার বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জোর করে মূল্যস্ফীতি কমানো যাবে না। কিন্তু পলিসিগতভাবে কি উদ্যোগ নিতে হবে, সেটি করতে হবে। সরকার প্রধান অহেতুক, বাড়াবাড়ি, অপচয় কমানোর নির্দেশও দেন এ সময়।
বৈঠকে পরিকল্পনামন্ত্রী জানান, গত ৪ মাস ধরে এক কদম করে মূল্যস্ফীতি কমেছে। তারপরও প্রধানমন্ত্রীর সঙ্গে সহমত প্রকাশ করে বলেন, নীতিগতভাবে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
বৈঠকে ঋণের নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন- এডিবি, বিশ্বব্যাংক, এআইআইবি এবং নিউ ডেভলপমেন্ট ব্যাংক; যেখান থেকে সহজ শর্তে ঋণ পাওয়া যাবে, সেখান থেকে ঋণ নেবো আমরা।
বিডি/এন/এমকে