প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা তো দেশের অনেক উন্নয়ন করেছি। আর
বিএনপি তো শুধু লুটপাট আর বাণিজ্যই করে। মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি
এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে হচ্ছে
কী, হবে কী, এটার উত্তর কে দেবে? দেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা আসলে কী চায়।
শুধু মেগা প্রকল্পের উদ্বোধনই না। আজকে খাদ্য উৎপাদন, তরি-তরকারি কোনটার অভাব আছে?
উৎপাদনে তো কোনো ঘাটতি নেই। পাশাপাশি জনগণের সার্বিক কল্যাণে, আজকে শুধু বিদ্যুৎই দিইনি;
ব্রিজ বা মেগাপ্রজেক্ট, কার কাজে লাগছে? এর সুফল তো মানুষই ভোগ করছে।
ডিমের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে ডিমের অভাব যেন না
থাকে, সেটা দেখব আমরা। বিকল্প ব্যবস্থার মাধ্যমে সিন্ডিকেটের ওপর নির্ভরশীলতা কমিয়ে
দেব। ওরা এমনিতেই ভেঙে যাবে।
ডিম সংরক্ষণের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিম সিদ্ধ করে আপনি
যদি ডিপে রেখে দেন, ডিম ভালো থাকে অনেকদিন। রান্নার সময় আরামে রান্না করে খাওয়া যায়।
ভর্তা করে খাওয়া যায়। আমরা রাখি, খাই দেখে বলি আরকি। এগুলো তো নিজের থেকে শেখা।’
আরআই