ড. ইউনূসের বিষয়টি জানি না: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র

রবি
২৯ অগাস্ট ২০২৩

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ১০০ জন নোবেল বিজয়ীসহ বিশ্বের ১৬০ জন প্রভাবশালী ব্যক্তি ড. ইউনুসের বিষয়ে বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এ বিষয়ে তিনি অবগত নন।

 

ডুজারিক বলেন, ‘যেমনটা আগেই বলেছি, বাংলাদেশে আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যেমনটা অন্যরাও চায়। ড. ইউনূসের বিষয়টি আমি জানি না। সেটি দেখব।’

 

এছাড়া অনলাইনে থাকা তারেক রহমানের বক্তব্য মুছে ফেলা এবং একজন পিএইচডি শিক্ষার্থী দেশের বাইরে থেকে সরকারের সমালোচনা করল, আর বাংলাদেশে তার মা গ্রেপ্তার হলো। কীভাবে একটি সদস্য দেশ এভাবে করতে পারে?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমি বিষয়টি সম্বন্ধে জানি না। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’


মন্তব্য
জেলার খবর