বর্তমান কূপের কয়লা শেষ, নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তর ও কয়লা উত্তোলনের জন্য লাগবে দুই মাস সময়। তাই বুধবার (৩০ আগস্ট) থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন দুই মাস বন্ধ থাকবে।
নতুন ফেজে কয়লা উত্তোলন অক্টোবরের শেষের দিকে শুরু হবে বলে আশা করা যাচেছ। বড়পুকুরিয়া কয়লা খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৫ এপ্রিল এ খনির এক হাজার ১১৩ ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ফেজটি থেকে উত্তোলনকৃত তিন লাখ ৭৫ হাজার টন কয়লা বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হয়েছে।
বর্তমানে তাপবিদ্যুৎকেন্দ্রটিতে ২৭৫ মেগাওয়াট সক্ষমতার ৩ নম্বর ইউনিটটি চালু রয়েছে। গড়ে প্রতিদিন ১৮০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে এ ইউনিট থেকে।
কয়লা উত্তোলন বন্ধ হয়ে গেলেও বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎকেন্দ্রের ইয়ার্ডে এক লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা মজুত আছে। তাই কয়লা উত্তোলন বন্ধের দুই মাস এ ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি/এন/এমকে