উলিপুরে বসতবাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আব্দুস সালাম নামের এক ব্যক্তির বসতবাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে আটকও করা হয়েছে।

আব্দুস সালাম উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার বাসিন্দা। সে একজন মাদক কারবারি  বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে নন্দু নেফরা এলাকায় অভিযান চালায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। আব্দুস সালামের বসতবাড়িতে তল্লাশি চালালে ২০ কেজি গাঁজা পাওয়া যায়।

 কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

বিডি/রোকন মিয়া/সি/এমকে


মন্তব্য
জেলার খবর