নওগাঁর রাণীনগরে মাদক বিক্রি করার দায়ে আঞ্জুয়ারা বিবি (৪১) নামের এক নারীকে এবং মাদক সেবন করার দায়ে রবিউল ইসলাম (২১) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আঞ্জুয়ারাকে দুই হাজার টাকা জরিমানা এবং রবিউল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
আঞ্জুয়ারা বিবি উপজেলার চককুতুব গ্রামের সোরার্দীর মেয়ে এবং রবিউল ইসলাম খট্রেশ্বর পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর প্রামানিকের ছেলে।
আদালত সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর খলিলুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন যৌথভাবে অভিযান চালায়। অভিযানকালে উপজেলার চক কুতুব গ্রামে আঞ্জুয়ারার কাছে থেকে ৭০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর খট্রেশ্বর পশ্চিম পাড়া গ্রামে রবিউল ইসলামের কাছে থেকে সামান্য পরিমাণ গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বিডি/সি/এমকে