ডিমের দাম বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশি বলেছেন, ডিমের দাম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দাম ঠিক করে দিয়েছে।
আমরা চেষ্টা করছি তারা যে দামটা নির্ধারণ করে দিয়েছে, সেটা যেন ঠিক থাকে সে চেষ্টাই
করছি।
বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা
বলেন।
তিনি বলেন, ডিমের দাম বেড়ে যাওয়ার পর আমি বলেছিলাম প্রয়োজনে সরবরাহ ঠিক
রাখতে ডিম আমদানি করা হবে। এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা আমি সবসময় বলেছি।
সারাবিশ্বে মুদ্রাস্ফিতির কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘গ্লোবাল অবস্থাটা
দেখেন, আপনারা যখন দেখেন ইংল্যান্ডের দোকানেও যখন তিনটার বেশি টমেটো কেনা যাবে না সে
বিষয়ে রেস্ট্রিক করে দেয়। জার্মানির দোকানগুলোতে তেলের বিষয়ে পদক্ষেপ নেয়। আমাদের এখানেও
নিশ্চয়ই প্রভাব পড়েছে। মুহূর্তের মধ্যে সমাধান হবে এমন তো নয়, তবে আমাদের প্রতিনিয়ত
চেষ্টা চলছে। গ্লোবাল এ দুরবস্থার মধ্যেও যেন আমরা ঠিক থাকতে পারি।’
বাজারে সিন্ডিকেটের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সিন্ডিকেট আছে,
সিন্ডিকেট ভাঙবো এ ধরনের কথা তো আমি বলিনি। বলেছি যে, আমাদের যখন জিসিনপত্রের দাম বাড়ে
তখন আমরা চেষ্টা করি যে, ন্যায্য দামে বিক্রি হওয়া উচিত। সেটা আমাদের ভোক্তা অধিকার
দিয়ে চেষ্টা করি। কখনো কখনও আমাদের লোকবল কম হওয়ার কারণে কিছুটা শ্লথ হয়।
আরআই