বুধবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় নওগাঁয় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বৃক্ষরোপণ করেছে সামাজিক সেবামূলক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল।
জেলা সদরের ফতেপুর ইউনিয়নে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল- মুক্তপাঠশালা আঙিনায় বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন মুক্ত পাঠশালার উপদেষ্টা নজরুল ইসলাম বুলবুল, কাঁদোয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ক্বারি রেজাউল করিম ভুট্টো, স্থানীয় নাহিদ হাসান, মুন্না হোসাইন, মো. রকিব, ইমন হোসেন এবং শিসা হোসেন প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়ব আহমেদ সিয়াম জানান, "শিক্ষার্থীদের হৃদয়ে বৃক্ষপ্রেমের বীজ বপন করতেই জেলাব্যাপী এ উদ্যোগ নিয়েছি আমরা।"
উল্লেখ্য, নওগাঁ ব্লাড সার্কেল ২০১৭ সাল থেকে ক্যারিয়ার কাউন্সেলিং, মেডিকেল ক্যাম্প, পথশিশুদের জীবনমান উন্নয়ন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে ক্যাম্পেইন, রক্তদানে সচেতনতা সৃষ্টিসহ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।
বিডি/সি/এমকে