প্রথমবার অভিনয়ে মোস্তফা সরয়ার ফারুকী

International
৩০ অগাস্ট ২০২৩

ক্যামেরার পেছনের নায়ক তিনি। অনন্য সন নির্মাণ দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। তিনি হলেন বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

 

তবে এবার আর ক্যামেরা পেছনে নয়, তাকে দেখা যাবে ক্যামেরা সামনে। অবশেষে নিজের পরিচালনার মধ্য দিয়েই অভিনয়ে এলেন ফারুকী। আরও প্রথমবার অভিনয় দিয়েই যাচ্ছেন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

 

বুধবার (৩০ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান এ নির্মাতা।

 

তিনি জানান, ‘পঁচিশ বছর ধরে কাজ করছি। নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকমভাবে মানুষকে স্পর্শ করেছে। কোনোটা বেশি, কোনোটা হয়তো কম। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরি–এসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়।’

 

এ নির্মাতার ভাষ্য: “আমি এবং তিশা দুজনই জানি ‘অটোবায়োগ্রাফি’সিনেমাটি লেখার সময় থেকেই যে, এখানে আমাদের দুজনকেই অভিনয় করতে হবে। প্রথমদিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব ছিল। কারণ, অভিনয় একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয় তো আরও ভালনারেবল ব্যাপার। রেদওয়ান রনি গল্প শোনার পর বলল, বস, এই ক্যারেক্টার আপনাকেই করতে হবে। তারপরও আমার সংশয় না কাটলে তিশা আমাকে হেল্প করে সিদ্ধান্ত নিতে। ও (তিশা) বলে, ‘এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেলো, প্লিজ!’তারপর তো বাকিটা ইতিহাস…।”

 

“তৈরি হয়ে গেল ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ওরফে ‘অটোবায়োগ্রাফি’! মিনিস্ট্রি অব লাভের জন্য বানানো আমার দ্বিতীয় ছবি। অপেক্ষায় আছি কত দ্রুত দর্শক ছবি দুইটা দেখতে পায়।”

 

শেষে ফারুকী লেখেন, ‘আজকের দিনটা বাংলাদেশের সিনেমার জন্য খুব সুন্দর একটা দিন। যেখানে ভ্যারাইটির গ্লোবাল বুলেটিনে হেডলাইন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের তিনটা ছবি, একটা এপিএম প্রজেক্ট আর একজন এএফএ পার্টিসিপেন্ট এবার বুসানে নির্বাচিত। তিনটা ছবির মধ্যে তিনটাই দুই কম্পিটিশনে! হোয়াট আ বিউটিফুল ইয়ার।’

 

চরকিতে ১২ জন নির্মাতা ১২টি চলচ্চিত্র নিয়ে আসছে প্রজেক্ট ‘মিনিস্ট্রি অব লাভ’। এটির দায়িত্বে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই প্রজেক্টের ২টি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই। এগুলো হলো: ‘মনোগামী’ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

 

‘মনোগামী’তে দেখা যাবে সকলের প্রিয় চঞ্চল চৌধুরীকে। আর দ্বিতীয়টিতে তো তিনি নিজেই থাকছেন অভিনয়ে। আর তার অভিনীত এই ছবিটি দেখা যাবে ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দায় আগামী ৪ অক্টোবর।


মন্তব্য
জেলার খবর