এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ

রবি
৩০ অগাস্ট ২০২৩

এশিয়ায় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ। ২০১২, ২০১৬ ও ২০১৮ তিনবার ফাইনালে খেলার সুখ স্মৃতি রয়েছে বাংলাদেশের। তবে আগের চেয়ে বাংলাদেশ পরিণত। তাই এবার ফাইনালে খেলা নয়, শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখতে পারে টাইগাররা। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সময় বিকাল ৩টায় মাঠে নামবে সাকিব বাহিনী।

 

এশিয়া কাপের আগে বেশ ভালো প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই সপ্তাহের অনুশীলনের পাশাপাশি ম্যাচ ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলেতে দুদিন অনুশীলন করার সুযোগ পেয়েছে সাকিবের দল। ব্যাটে-বলে নিজেদের সেরা প্রস্তুতিই নিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

 

তবে প্রথম ম্যাচে লিটনকে পাচ্ছে না টাইগার একাদশ। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। লিটনের জায়গায় বিজয়কে খেলানো হবে নাকি নাঈম শেখ ও নবাগত তানজিদ তামিমকে দিয়ে ওপেনিং করানো হবে, তা নিয়ে দোটানায় দল।

 

জিততে হলে অলরাউন্ড পারফরম্যান্সের কোনো বিকল্প নেই বলে মত অধিনায়ক সাকিবের। বাংলাদেশ দল প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার দলের ওপর ভরসা আছে। আমাদের বোলারদের যেহেতু অভিজ্ঞতা আছে, সেটা আমরা হয়তো কাজে লাগাতে পারব। আসলে আমি একটা ডিপার্টমেন্টের ওপর নির্ভর করে জিততে চাই না। আমার কাছে মনে হয় আমাদের পেস বোলিং, স্পিনার, ব্যাটার ও ফিল্ডার সবগুলো বিভাগেই ভালো খেলতে পারলে ভালোভাবে জেতা সম্ভব। অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। শুধু পেস বোলাররা বা ব্যাটাররা আমাদের জিতিয়ে দেবে এমনটা নয়। আমরা সব বিভাগে ভালো খেলেই জিততে চাই।’

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

 

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ :

কুশল মেন্ডিস, দিমুথ করুরারত্নে, পাথুম নিসাশানকা, কুশল পেরেরা, দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, মাহিশ থিকশানা ও প্রমোদ মাধুশান।

 

আরআই


মন্তব্য
জেলার খবর