মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষায় এক হাজার ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।মৃত্যু
হয়েছে ৬ জন করোনা রোগীর।এই রোগ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৩০৭ জন।
শনাক্তের হার ৫ দশমিক ৮২।বৃহস্পতিবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে
এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জনের।
এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫০২ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৭ হাজার ৯২০ জন। এখন পর্যন্ত
৪২ লাখ ১৬ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ১৪।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ১৪টি, পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৫৮টি। মৃতদের
মধ্যে সবাই পুরুষ আর হাসপাতালেই মারা গেছেন। বিভাগভিত্তিক ঢাকায় ৩ জন এবং
চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশালে একজন করে রয়েছেন।
এমকে