শোবিজ তারকাদের বাংলাদেশের ফুটবল অঙ্গনে খুব একটা দেখা যায় না। তবে এবার
বাংলাদেশের ফুটবলাঙ্গনে দেখা মিলবে শোবিজের জনপ্রিয় তারকাদেরও।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নতুন একাডেমির দূত হিসিবে যুক্ত হযেছেন
দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। আগামী ১৬ সেপ্টেম্বর ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের
নিয়ে চালু হতে যাচ্ছে বাফুফের নতুন এ অনাবাসিক ফুটবল একাডেমি।
বুধবার বাফুফে ভবনে আয়োজিত এক সম্মেলনে এ বিষয়টি জানান বাফুফের সহসভাপতি
আতাউর রহমান ভূঁইয়া।
জাহিদ হাসান বলেন, 'দেশের ফুটবল র্যাঙ্কিং পড়ে গেছে। আমরা অনেক সমস্যার
কথা শুনি। বাফুফে ভালো একটা উদ্যোগ নিয়েছে। দেখি না সঙ্গে থেকে কী হয়! নিজের বিবেকের
কাছে তো পরিষ্কার থাকতে পারব। আমার কারণে যদি কেউ ফুটবলে আগ্রহী হয়, ভালো ফুটবলার হতে
পারে, সেটিই আমার সার্থকতা।'
আরআই