বাইসাইকেলকে ধাক্কা দিয়ে দোকানে ঢুকলো বাস, জুটমিল শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় বাসটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্রায় একঘন্টার যানজট সৃষ্টি হয়। একটি ট্রাক্টরকে সাইড দিতে গেয়ে বাইসাকেলকে ধাক্কা দেয় বাসটি।

বৃহস্পতিবার (৩১আগস্ট) সকাল সাড়ে টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের সৈয়দপুর বাইপাসে ধলাগাছ মতির মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

বাইসাইকেল চালকের নাম সামসুল হক (৬০) তিনি বোতলাগাড়ী ইউনিয়নের মুচিরহাট বড়বাড়ি এলাকার মৃত্যু তবির উদ্দিন ছেলে। পেশায় একজন জুটমিল শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামসুল হক সৈয়দপুর পপুলার জুট মিলে কাজ করতেন। সকালে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে ঢাকা থেকে রাতে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিকে আসা সামসুল হকের সাইকেলকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে বাইসাইকলকে ধাক্কা দেওয়ার পর বাসটির সামনের অংশ বাম দিকের দোকানে ঢুকে পড়ে। যানজট সৃষ্টির প্রায় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়ে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর