মায়ের অসুস্থতার সময় শিশুকে বুকের দুধ খাওয়ানো যাবে কি?

International
৩১ অগাস্ট ২০২৩

মায়ের অসুস্থতার সময় শিশুকে বুকের দুধ খাওয়ানো যাবে কি?

অসুস্থতায় সন্তানকে বুকের দুধ খাওয়ানো নিয়ে মায়েরা দুশ্চিন্তায় পড়ে যান। তবে চিকিৎসকদের মতে, একজন মা অসুস্থতার সময়ও শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন।

 

শিশুকে মায়ের দুধ পান করলে মায়ের শরীরের সংস্পর্শ পায়। এছাড়া ছয়মাস বয়স অবদি কেবল মায়ের দুধ খাওয়ালে আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যার প্রভাব সে সারা জীবন ভোগ করতে পারবে।

 

তবে মায়ের ঠান্ডা বা জ্বর হলে শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এ সময় দুধ খাওয়ানোর আগে হাত ও স্তন ধুয়ে নেওয়া ভালো। এতে শিশুর মধ্যে জীবাণু সংক্রমণের ছড়ানোর আশঙ্কা থাকে না।

 

অসুস্থতা যদি এমন পর্যায়ে যায় যে, মা শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে পারছেন না তখন আপনার সন্তান যেন নিরাপদে মায়ের দুধ পায় সেজন্য অন্যান্য উপায় ‍অবলম্বন করেত হবে। নিজের মায়ের দুধ সংগ্রহ করে (এক্সপ্রেসিং) তা পরিষ্কার কাপ বা চামচে করে আপনার সন্তানকে দিতে পারেন।

 

মায়ের বুকের দুধ এক্সপ্রেসিং (চেপে বা পাম্পের সাহায্যে টেনে দুধ বের করা) বুকে দুধ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ।

 

সন্তান অসুস্থ হলেও তাকে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। মায়ের দুধ সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। মায়ের দুধের মধ্য দিয়ে আপনার শরীরের অ্যান্টিবডিগুলোও তার শরীরে যায়। এসব অ্যান্টিবডি জীবাণু সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে তাকে সহায়তা করে।


মন্তব্য