সাতক্ষীরার তালা উপজেলায় ডেঙ্গু আক্রান্ত সুশান্ত বিশ্বাস মনু (৫০) নামের একজন মারা গেছেন।
বুধবারস (৩০ আগস্ট) রাত ১২টার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
এর আগে বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসাপাতালে ডেঙ্গু সনাক্ত হলে তাকে ওই হাসাপাতালে ভর্তি করা হয়।
সুশান্ত বিশ্বাস মনু তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত সুধীর বিশ্বাসের ছেলে।
সুশান্ত বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস জানান, ৫ দিন ধরে তার বাবা বাড়িতে জ্বরে ভুগছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।
খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, এ বছর প্রথম তালায় ডেঙ্গু আক্রান্ত একজন মারা গেল। ডেঙ্গু বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে