গলার কালচে দাগ দূর করবেন যেভাবে

রবি
৩১ অগাস্ট ২০২৩

অনেকেরই হাত মুখ উজ্জ্বল থাকলেও গলা, ঘাড়ের কালচে ছোপ দেখা যায়। দেহের বাকি অংশের সঙ্গে নির্দিষ্ট এই অংশের রং কোনো ভাবেই মেলে না। এতে অনেককে অস্বস্তিতে পড়তে হয়। গলাবন্ধ পোশাক পরে কিংবা চুল দিয়ে কালচে দাগ ঢাকতে হয়। 

 

রক্তে শর্করা থাইরয়েডের মাত্রা বেশি থাকলে শরীরের কিছু অংশে কালো ছোপ দেখা দিতে পারে। মূলত তা হয় গলায় এবং ঘাড়ে। তবে ঘরোয়া কয়েকটি উপাদানেই এই সমস্যা নির্মূল করা যায়।

 

) বেসনের সঙ্গে অল্প গুঁড়ো হলুদ এবং টক দই মিশিয়ে প্যাক বানিয়ে ঘাড়ে, গলায় লাগিয়ে রাখলে ধীরে ধীরে এই দাগ উঠে যাবে। সপ্তাহে দু’-তিন দিন এই প্যাক ব্যবহার করলেই তফাৎ নজরে পড়বে।

 

) দাগের জায়গায় নিয়মিত অ্যালোভেরা লাগান। নিয়মিত ঘাড়ে আর গলায় ঘষতে পারলে দাগ দূর হয়ে যাবে। অ্যালোভেরার মধ্যে বিশেষ এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। যা ত্বকে পিগমেন্টেশন সৃষ্টিকারী উৎসেচকের ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে।

 

) লেবুর খোসা ত্বকের কালচে ছোপ পড়া অংশে ঘষতে থাকুন। ত্বক যদি স্পর্শকাতর হয়, সে ক্ষেত্রে সামান্য গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। নিয়মিত ব্যবহারে গলা, ঘাড়ের কালচে ছোপ দূর হবে।


মন্তব্য
জেলার খবর