আমির খানের বিয়ে হয়েছিল ১০ টাকায়!

নিজস্ব প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৩

বলিউডের সুপারস্টার আমির খান তার বিয়ে সেরেছিলেন মাত্র ১০ টাকায়। কিন্তু সেই সম্পর্ক যদিও শেষমেশ আর এক রকম থাকেনি। বিচ্ছেদ হয়েছিল তার প্রথম স্ত্রী সাথে।

 

বলি তারকাদের বিয়ে মানেই তো জাঁকজমক বিয়ে। অনেক অতিথি সমাগম, মোটা অঙ্কের টাকা খরচ, এলাহি খাওয়াদাওয়ায়, দামি পোশাক আর চোখ ধাঁধানো সাজসজ্জা।

 

কিন্তু বলিউডের সুপারস্টার আমির খান তার প্রথম বিয়েটি করেছিলেন একেবারে এসব কিছু ছাড়াই। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার বিয়ে হয় ১৯৮৬ সালে। আর বিচ্ছেদ হয়ে যায় ২০০২ সালে। তাদের দুই সন্তান ইরা খান এবং জুনেইদ খান এখন মায়ের সঙ্গেই থাকেন। আমির দ্বিতীয় বিয়ে করেন পরিচালক-প্রযোজক কিরণ রাওকে।

 

প্রথম স্ত্রী রীনার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরকফি উইথ করণ ’- আমির তাদের বিয়ের স্মৃতি চারণ করেন। সেই বিচ্ছেদের সময়ে খুব কষ্ট পেয়েছিলেন বলেও অকপটে স্বীকার করেন এই অভিনেতা।

 

তার প্রথম বিয়ের খরচের কথা খোলসা করে তিনি জানান, রীনা ছিলেন তার প্রতিবেশী। একাধিক বার নায়কের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তারপর ধীরে ধীরে প্রেমের শুরু। ৮০- দশকের শুরুতে তারা প্রেম করতে শুরু করেন। প্রেম থেকে পরিণয়। তবে গোপনে কোর্ট ম্যারেজ করেছিলেন রীনা-আমির।

 

আমিরের বলেন, ‘‘তিন জন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করেছিলাম আমরা। আমাদের বিয়েটা খুবই কম খরচে হয়েছিল। ২১১ বাস ধরে ৫০ পয়সার ভাড়া দিয়ে রেজিস্ট্রারের অফিসে পৌঁছেছিলাম। বান্দ্রা স্টেশনে নেমে ব্রিজ পারাপার করে পশ্চিম থেকে পূর্বে পৌঁছাই। হেঁটে হেঁটে হাইওয়ে অবধি পৌঁছে সেটিও পার করি। গৃহ নির্মাণ ভবনে প্রবেশ করি। সেখানেই ম্যারেজ রেজিস্ট্রারের অফিস। সুতরাং সব মিলিয়ে ১০ টাকারও কম খরচ হয় আমার বিয়েতে।’’

 

‘‘শুধু আমাদের জন্য নয়, গোটা পরিবারের জন্যও আমাদের বিচ্ছেদ যন্ত্রণার ছিল। কিন্তু বিচ্ছেদের পরেও একে অপরের জন্য শ্রদ্ধা ভালবাসা ছিল ভরপুর। তাই যতটা সুন্দরভাবে সম্ভব পরিস্থিতি সামাল দিয়েছিলাম আমরা।’’


মন্তব্য
জেলার খবর