তালায় আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম পেলেন ডিসি

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৩

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দুধলীচর আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনকালে অনিয়ম পেয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির।

এ অনিয়মের ঘটনায় অসন্তোষ প্রকাশের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তালা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনকে নির্দেশ দেন।

বৃহস্পতিবার  (৩১ আগস্ট) সকালে সেখানকার ঘরগুলো পরিদর্শন করেন তিনি। জানা গেছে, সেখানে ৪৬টি ঘরের মধ্যে ১০টিতে অবৈধভাবে লোকজন বসবাস করছেন। ঘরগুলোর মধ্যে অর্ধেকই তালাবদ্ধ রয়েছে। বাকি ১৫টি ঘরে দলিল পেয়ে বৈধভাবে ১৫টি পরিবার বসবাস করছেন। অবৈধভাবে বসাবস করা লোকজনের ঘরের বৈধ মালিকরা অন্যত্র বসাবস করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন, খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সিদ্দিক উল্লাহ, ইউপি সদস্য মো. আছাদুল ইসলাম, দিলিপ সরকার প্রমুখ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর